সাংবাদিক লিটন বাশার আর নেই





সাংবাদিক লিটন বাশার। ছবি- প্রতিনিধিসাংবাদিক লিটন বাশার (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৭ জুন) সকালে বরিশালে ইন্তেকাল করেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন।







স্বজনদের সূত্রে জানা গেছে সোমবার রাত থেকে লিটনের বুকে ব্যাথা অনুভব হলেও মঙ্গলবার সকালে তা তীব্র আকার ধারণ করে। সকাল সাড়ে ১০টায় তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল সাড়ে ১১টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
লিটন বাশার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
লিটনের মৃত্যুর খবর শুনে সাবেক ও বর্তমান সংসদ সদস্য, সিটি মেয়র, সরকারি ও বিরোধি দলের নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা হাসপাতালে, তার বাসায় ও প্রেসক্লাবে ছুটে আসেন। তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।
জোহরের নামাজের পর বরিশাল অশ্বিণী কুমার হলের সামনে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ বরিশাল প্রেসক্লাবে নেওয়া হয়। এরপর তার পৈত্রিক নিবাস সদর উপজেলার চরমোনাই ইউনিয়েনের বুখাইনগরে নিয়ে যাওয়া হয়।
সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আছরের নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লিটন বাশারের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক সভা, মিলাদ মাহফিলসহ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
মৃত্যৃকালে তিনি পিতা-মাতা, স্ত্রী এবং চার বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন।
/এনআই/