ঝালকাঠিতে মহিষ চুরির মামলায় যুবলীগ নেতা দুই দিনের রিমান্ডে

যুবলীগ নেতা আনোয়ার হোসেন (ছবি-ঝালকাঠি প্রতিনিধি)

ঝালকাঠির নলছিটিতে মহিষ চুরির মামলায় আনোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ জুন) জেলা জেষ্ঠ্য বিচারিক আদালতের হাকিম রুবাইয়া আমেনা এ আদেশ দিয়েছেন। মামলার তদন্তের দায়িত্বে থাকা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন নলছিটির পূর্ব মালিপুরের নেসার উদ্দিন হাওলাদারের ছেলে এবং নলছিটি পৌর যুবলীগের আহ্বায়ক।

এসআই শামীম বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

তিনি জানান, মহিষ চুরির মামলায় আগে গ্রেফতার হওয়া দুইজনের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে সে আত্মগোপনে ছিল।

তিনি আরও জানান, গত ১৪ জুন পুলিশ অভিযান চালিয়ে নলছিটি পৌর এলাকার খাজুরিয়ার শাহজাহান হাওলাদারের ছেলে জাকির ও সূর্য্যপাশা গ্রামের ছোবাহান হাওলাদারের ছেলে লালনকে গ্রেফতার করে। পরের দিন ১৫ জুন গ্রেপ্তার হওয়া দুই জনকে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

জানা গেছে, গত ২ জুন মালিপুর গ্রামের কৃষক আব্দুল মান্নানের মহিষ চুরি করে জবাই করে আনোয়ার হোসেন ও তাদের সহযোগীরা। বিষয়টি স্থানীয়রা টের পেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। এতে আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ জুন নলছিটি থানায় একটি চুরি মামলা রেকর্ড করে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ।

নলছিটি থানা সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। পরে সে উচ্চ আদালতের মাধ্যমে জামিন পায়।

/এমএ/