‘ক্রেজি বাইকার’দের দখলে পদ্মা সেতুর টোল প্লাজা

পদ্মা সেতুর টোল প্লাজায় ক্রেজি বাইকারদের কসরত (ছবি-মুন্সিগঞ্জ প্রতিনিধি)

নির্মাণাধীন পদ্মা সেতুর টোল প্লাজার প্রশস্ত রাস্তা এখন ক্রেজি বাইকারদের দখলে। বেশ আগেই সেতু প্রকল্পের টোল প্লাজার নির্মাণ শেষ হয়েছে। কিন্তু, টোল প্লাজার প্রসস্ত রাস্তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। এই সুযোগে উঠতি বয়সের কিছু তরুণ বাইক রেসে মেতে উঠে, অলস সময় কাটাচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই।

এ সব তরুণ ঢাকার দোহার, মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলা থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় আসে শুধু বাইক রেস দেওয়ার জন্য। রেসের ফাঁকে তারা বাইক নিয়ে বিভিন্ন কসরতে মেতে উঠে। 

বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক তরুণ মোটরসাইকেল নিয়ে হাজির হয়েছে বাইক রেসের জন্য।

জিজ্ঞেস করতেই এক তরুণ (শোয়েব) বলেন, ‘আমাদের ৫০/৬০ জনের এক গ্রুপ আছে। নাম ‘ক্রেজি বাইকার।’ আমরা এখানে আসি বাইক রেসের জন্য। বাইক রেসের বিভিন্ন ক্যাটাগরি আছে। মোটরসাইকেলের ওজন অনুসারে ক্যাটাগরি ভাগ করা হয়।’

সরেজমিনে দেখা যায়, বাইক রেস ও কসরত অনুশীলনের সময় নূন্যতম নিরাপত্তা ব্যাবস্থা নেয় না তারা। এমনকি বেশির ভাগের মাথায় হেলমেটও ছিল না।

এ ব্যাপারে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদেরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন,‘বিষয়টি আমাদের জানা নেই। ঈদের সময় হয়তো ছেলেরা এখানে বেড়াতে এসেছিল।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম জানান,‘বিষয়টি পদ্মা সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত সেনা বাহিনীকে জানালে তারা ব্যবস্থা নিতে পারবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: পর্যটক শূন্য খাগড়াছড়ি, ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের