চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বুধবার (১২ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মৃত্যুর ঘটনায় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করেছি। এখন পর্যন্ত আক্রান্ত ৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ত্রিপুরা পাড়ার পাঁচ থেকে ছয় শিক্ষার্থী স্কুলে যায়। তাদের আপাতত স্কুলে না পাঠাতে তাদের অভিভাবকদের পরামর্শ দিয়েছি। এছাড়া, স্কুলে কোনও শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
/এএম