রাজশাহীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

আদালত

রাজশাহীতে জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা আলামিন হত্যা মামলায় এক আসামিকে ফাঁসি এবং অন্য আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৬ জুলাই) দুপুরে জেলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার মৃত এসাহাক আলীর ছেলে আব্দুল মালেক (৪২) এবং পবা উপজেলার সরিষাকুড়ি গ্রামের শামসুজ্জোহার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২)। দুই আসামির মধ্যে মালেককে ফাঁসি এবং জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, আসামি দুইজনের একজনকে ফাঁসি ও অন্যজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামি দুইজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এন্তাজুল হক বাবু জানান, এ মামলায় ১৩৫ দিনের মধ্যেই রায় হয়েছে। এ মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়। তবে আদালত পাঁচ জনের সাক্ষ্য নিয়েই রায় দিয়েছেন।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্না সাহা। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী একরামুল রসুল।

মামলা সূত্র জানা যায়, নসিমন-করিমনের চাঁদা তোলাকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ আগস্ট সৎ মামা আব্দুল মালেক এবং তার সহযোগীদের হাতে ভাগিনা আলামিন খুন হন। এ ঘটনার পর মালেক এবং তারা সহযোগী জাহাঙ্গীর পালিয়ে যায়।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আলামিনের স্বজন এবং শ্রমিক সংগঠনের নেতারা। নিহতের ছোটভাই রাফিয়াত ইসলাম বাবু বলেন, ‘রায়ে আমরা সন্তষ্ট। তবে আমরা চাই, দ্রুত এ রায় বাস্তবায়ন করা হোক। রাষ্ট্রের কাছে এখন এটাই প্রত্যাশা।’

/এমএ/