ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু





বিদ্যুৎস্পৃষ্টময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে অমল চন্দ্র মজুমদার নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শহরের বাইপাস এলাকায় আনসার ক্যাম্পের পাশে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। জেলা আনসার ভিডিপি কমানড্যান্ট মো. জিয়াউল হাসান জানান, ‘কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় আনসার সদস্য অমল চন্দ্র মজুমদারের পরিবারকে ৫ লাখ টাকা ও লাশ সৎকারের জন্য আরও ৩০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে।’

জিয়াউল হাসান জানান, ‘অমল চন্দ্র মজুমদার খাগড়াছড়ির মৃত দীনেশ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি তিন বছর ধরে ময়মনসিংহ জেলা আনসার ভিডিপি কমানড্যান্ট এলাকায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’

তিনি জানান, ‘বাংলাদেশ ব্যাংক শাখার আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন অমল চন্দ্র মজুমদার। আজ সকালে শহরের বাইপাস এলাকায় ব্যাংকের আনসার ক্যাম্পের পাশে বিদ্যুৎ সংযোগে মেশিন দিয়ে পুকুর সেচের কাজ চলছিল। রাস্তার পাশে বিদ্যুতের ক্যাবল পড়ে ছিল। সেখান দিয়ে অমল চন্দ্র মজুমদার যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। গুরুতর আহত অমল চন্দ্রকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনআই/এনআই