ভোলায় মহিষ খামারিদের সঙ্গে ইফাদ প্রতিনিধির মতবিনিময়

ভোলায় মহিষ খামারিদের সঙ্গে ইফাদ প্রতিনিধির মতবিনিময়। ছবি-প্রতিনিধিভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চরে শুক্রবার (২১ জুলাই) মহিষ খামারিদের সঙ্গে মত বিনিময় করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার বিনয়েট থিয়েরী।

উন্নত পদ্ধতিতে মহিষ পালন শীর্ষক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ওই চরে উপস্থিত ছিলেন তিনি। আলোচনায় অংশ নেন চটকিমারা চরের প্রায় অর্ধ শত মহিষ খামারি।

ভোলায় মহিষ খামারিদের সঙ্গে ইফাদ প্রতিনিধির মতবিনিময়। ছবি-প্রতিনিধিউল্লেখ্য, জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্যানুযায়ী ভোলায় ৯১ হাজার মহিষ রয়েছে। সেখানকার লক্ষাধিক মানুষ মহিষের খামার করে জীবিকা নির্বাহ করে।

মত বিনিময় শেষে ওই চরে প্রাণি চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমাণ হাসপাতাল ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে একটি প্রাণি রোগ নির্ণয় কেন্দ্র উদ্বোধন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ -এর কনসালট্যান্ড মেথিলড রিফেভলি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পেইজ প্রকল্পের জেনারেল ম্যানেজার আকন্দ মো. রফিকুল ইসলাম, সহকারী ব্যাবস্থাপক মজনু সরকার, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও ডা. খলিলুর রহমান ।

/এএইচ/ এপিএইচ/