উন্নত চিকিৎসার জন্য ভারতে আহমেদ শফী

শাহ আহমদ শফীহেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভারতের দিল্লিতে। শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি এসব তথ্য জানিয়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টার একটি ফ্লাইটে দিল্লি যান আহমেদ শফী। তার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। দুই মাস ধরে তরল খাবার ছাড়া খেতে পারছেন না অন্য কিছু।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য হুজুরকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নেবেন। দিল্লিতে দেওবন মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।’
সংগঠনের আমির কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে আজিজুল হক ইসলামাবাদির উত্তর হলো, ‘এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চিকিৎসা শেষে সুস্থ অনুভব করলেই তিনি দেশে ফিরে আসবেন।’
বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ১৮ মে আহমেদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৬ জুন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজগর আলী হাসপাতালে প্রায় ১ মাস ৪ দিন চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রামে ফিরে আসেন তিনি।

/জেএইচ/