সিরাজগঞ্জে লরির ধাক্কায় দুই শিশু সন্তানসহ বাবা নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনের আহাজারিসিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর মোড়ে লরির ধাক্কায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন শিশুদের মা। শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সলঙ্গা থানার গোলকপুর গ্রামের রওশন আলী সাদ্দাম (৩৫) এবং তার দুই ছেলে সিয়াম (৭) ও তামিম (২)। শিশু দু’টির মা জলি খাতুনকে গুরতর আহত  অবস্থায় উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ২ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা রওশন আলী তার স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারপারের জন্য হাটিকুমরুল মোড়ের রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ১৬ চাকার একটি লরি গোলচত্বর ঘোরার সময় এটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই বাবাসহ দুই ছেলে নিহত হন। গুরতর আহত হন জলি খাতুন। পরে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত নারীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রাত ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ চালক শাকিলসহ ট্রাকটি আটক করেছে।

/এএম,