সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ করায় জরিমানা

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করায় ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লক্ষাধিক টাকা জরিমানা ও একশ’ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বংশীপুর বাজারে জাতীয় মৎস্য সপ্তাহ-১৭ উপলক্ষে চিংড়ির ডিপোতে মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে মেসার্স আল্লার দান ফিসকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ, মেসার্স রহমান ফিসকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি চিংড়ি জব্দ এবং মেসার্স মায়ের দোয়া ফিসকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়। ৩টি ডিপোতে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা,অপদ্রব্য ও ভেজাল মিশ্রিত একশ’ কেজি চিংড়ি কেরোসিন ও পেট্রোলের যৌথ সংমিশ্রণে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, উপজেলা মৎস্য অফিসের আনিসুর রহমান, সুরুজ, শ্যামনগর থানা পুলিশ।
/এপিএইচ/