রাজশাহীতে পাসের হার ৭০ দশমিক ৩১, জিপিএ-৫ পেয়েছে ৫২৯৪ শিক্ষার্থী

রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষার ফলের পর শিক্ষার্থীদের উল্লাসএবার রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলে গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ, যা গত বছর ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে, এ বছরে এই বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৯৪ জন, যা গত বছরের চেয়ে ৭৭৯ জন কম।
রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলের তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।’ তিনি জানান, এ বছর এক লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, গত বছরের তুলনায় যা ১৬ হাজার ৫২৬ জন বেশি। অন্যদিকে, গত বছরের ৭৫ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও এ বছরে এর পরিমাণ ৭১ দশমিক ৩০ শতাংশ। আর এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী, গতবার পেয়েছিল ৬ হাজার ৭৩ জন।
এইচএসসি পরীক্ষার ফলে উচ্ছ্বসিত রাজশাহীর নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাসংবাদ সম্মেলনে জানানো হয়, এই বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৯৯২ জন। এর মধ্যে ১৯ হাজার ৯৪৯ জন ছাত্র ও ১৪ হাজার ৪৩ জন ছাত্রী। এই বিভাগে শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।
মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে ৩৪ হাজার ৮ জন ছাত্র ও ৩৪ হাজার ৮৭৬ জন ছাত্রী। পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১৪ হাজার ৫৬৪ জন, ছাত্রী ৬ হাজার ৭৪২ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮৮ ভাগ।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক বলেন, ‘রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫-এ মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। গত বছর তা দুই ভাগ কমে দাঁড়ায় ৭৫ দশমিক ৪০ শতাংশে। এ বছর তা কমেছে আরও ৪ শতাংশ।

আরও পড়ুন-

ফলাফলে মেয়েরা এগিয়ে

পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

এইচএসসিতে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫

যারা ফেল করেছে তাদের উৎসাহ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার গুণগত মান অর্জন করাই বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

দু’বছরে অর্ধেকে নেমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা

/টিআর/