দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪, ছাত্রীরা এগিয়ে

দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবার পাস করেছে ৬৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯শ ৮৭ জন। গতবারের তুলনায় মোট জিপিও-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমলেও, পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান রবিবার (২৩ জুলাই) এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ৬৮ দশমিক ২৯ ভাগ ছাত্রী পাশ করলেও, ছাত্রদের পাশের হার মাত্র ৬২ দশমিক ৮১ ভাগ।’

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘১ লাখ ৭ হাজার ১শ ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫ হাজার ৪শ জন। পাস করেছেন ৬৮ হাজার ৯শ ৭২ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ২ জন ও ছাত্রী ৩৩ হাজার ৯শ ৭০ জন।’

এছাড়াও মোট ২৩ হাজার ৪শ ৩৯ জন শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯শ ৮৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৭শ ৯১ জন এবং ছাত্রী ১ হাজার ১শ ৯৬ জন।

এএইচ/