শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আইসিইউ উদ্বোধন

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আইসিইউ উদ্বোধন। ছবি-প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নাসিম।

রবিবার ( ২৩ জুলাই) দুপুরে হাসপাতাল সংলগ্ন একটি দ্বিতল ভবনের নিচতলায় এটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে চালু হওয়ার ১৭ মাস পর আইসিইউ’টি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন করা আইসিইউ’তে ১০টি শয্যা, ভেন্টিলেটর, ২১টি মনিটর, ১৬টি সেন্ট্রাল মনিটর, ৫টি বেড সাইট মনিটর রয়েছে। এছাড়াও ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সসহ ১৩ জন নার্স ও একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন অবস্থায় থাকা ভবনটির কাজও ৬ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এসময় রোগীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার মতো ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে ডাক্তারদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হাসপাতালের দ্বিতল আইসিইউ ভবনটির নির্মাণ কাজ ২০০৯ সালে শেষ হয়। এরপর পরিত্যক্ত অবস্থায় ছিল ভবনটি। ২০১০ সালে ভবনটির ২য় তলায় হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করা হয়।

২০১৬ সালের মার্চ মাসের শেষ দিকে হাসপাতালের বর্তমান পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম ইউনিটটির কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু করেন। গত ১৭ মাসে এখান থেকে অনেকটা বিনা খরচেই চিকিৎসা দেওয়া হয়েছে ৩শ ৬৫ রোগীকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডাঃ এহেতসামুল হক চৌধুরী দুলাল, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. শরফুদ্দিন আহম্মেদ, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা.এসএম সিরাজুল ইসলাম।

এএইচ/