এখনও বন্ধ রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক

রাঙামাটি

ভারি বৃষ্টিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের একটি অংশ ধসে যাওয়ায় রবিবার (২৩ জুলাই) থেকে যান চলাচল বন্ধ আছে সেখানে। জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান সোমবার (২৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

প্রকৌশলী জানান, গত শনিবার দিবাগত রাত থেকে ভারি বৃষ্টির কারণে রাঙামাটি সদর উপজেলার মুনাআদাম অঞ্চলে পাহাড়ি রাস্তার কিছু অংশ ধসে যায়। সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রাস্তা মেরামত প্রসঙ্গে তিনি আরও বলেন,  রাস্তার কাজ চলছে। ড্রামশেড দিয়ে মাটি ফেলা হচ্ছে সেখানে। শিগগিরই রাস্তাটি উম্মুক্ত করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ভারি বৃষ্টির কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুইটি অংশ সম্পূর্ণ ধসে পড়ে। জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক মাসের চেষ্টার পর গত সপ্তাহে সড়কটি হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।

এএইচ/