নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মামুন মিয়াহবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর মামুন মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি খালের পার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু আহমেদ।
মামুন মিয়া উপজেলার কেউন্দা গ্রামের সিরাজ মিয়ার পুত্র। স্থানীয় হাইস্কুলে পড়ত সে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ জুলাই) বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে যায় মামুন। এরপর আর সে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার বাবা সিরাজ মিয়া পরে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এদিকে, সোমবার সকালে স্থানীয়রা একটি খালের পারে তার মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এএসপি রাজু আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’ মামুনের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

ক্রিকেটার মুশফিকের বাবার জামিন আপিলেও বহাল

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলেও বহাল

/টিআর/