রামগঞ্জ কলেজ থেকে কেউ পাস করেনি

রামগঞ্জ কলেজের সাইনবোর্ড (ছবি- প্রতিনিধি)

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ কলেজ থেকে কেউ পাস করেনি। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ছয় জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ‘ছয় জনের কেউ পাস করেনি। এ নিয়ে বোর্ডকে চ্যালেঞ্জ করবো। আশা করি, ফলাফল পরিবর্তন হবে। নিরীক্ষা করলে অন্তত তিনজন পাশ করবেই।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘এবার প্রকাশিত ফলাফলের সঙ্গে তথ্য ও প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় এ ফলাফল আসতে পারে।’

তিনি বলেন, ‘২০১৮ সালের পরীক্ষায় আমার কলেজ থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আশা রাখি, এরা সবাই শতভাগ ভাল ফলাফল করবে।’

রবিবার (২৩ জুলাই) এইচএসসির ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, দিনাজপুর বোর্ডের আওতায় জেলার ১৬টি কলেজের মধ্যে শতভাগ ফেল কলেজের তালিকায় রয়েছে রামগঞ্জ কলেজ।

এ ব্যাপারে ওই কলেজের শিক্ষকদের ভাষ্য, ‘ফলাফল উইথহেল্ড রয়েছে। নিরীক্ষার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। আশা করি, আমরা ফলাফল পাবো।’

কলেজ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছয় শিক্ষার্থীর মধ্যে দুইজন মেয়ে। এ ব্যাপারে আজিজা আকতার নামে এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা তো ভালই হয়েছিল, ফলাফল যে কেন খারাপ হলো তা বলতে পারছি না। আমার ফেল করার কথা নয়। কলেজের স্যারেরা বিষয়টি দেখছেন।’ আজিজা ছাড়া শাওন, বিপ্লব, তরুণ, রেহানা ও জাহিদুল ইসলাম অকৃতকার্য হয়েছেন।

কলেজ সূত্র জানায়, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে (১৩ বছর) চলতি বছর অবধি এ কলেজ থেকে একশ’ ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন একশ’ ৩৪ জন।

নীলফামারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটি নন-এমপিও ভুক্ত। এগুলো আমরা দেখাশুনা করি না। শিক্ষা বোর্ড সরাসরি নিয়ন্ত্রণ করে।’

/এমএ/