বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম

বেতন ভাতার দাবিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে  চট্টগ্রাম নগরীর খুলশী থানার টেক্সটাইল গেট এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সরিয়ে দেন তাদেরকে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোল্ডেন হরাইজন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকাল সাড়ে পাঁটটার দিকে সড়কে নেমে আসেন। জুন মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানান তারা। এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামি এলাকায় অবস্থিত গোল্ডেন হরাইজন লিমিটেড নামের কারখানাটি সানম্যান গ্রুপের একটি প্রতিষ্ঠান। সেখানে তিন হাজার শ্রমিক কাজ করেন। গত জুন মাসের বেতন পরিশোধের কথা ছিল মঙ্গলবারে (২৫ জুলাই)। কিন্তু মালিকপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নামেন।

পরে এ ব্যাপারে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম মোবাশ্বের হোসেন বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করলে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা কোন ধরণের সহযোগিতা করেনি।’

এএইচ/