কুমিল্লায় উদ্ধায় হওয়া সাতটি বোমা ধ্বংস করল সেনাবাহিনী

কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা ধ্বংস করছে সেনাবাহিনী (ছবি- কুমিল্লা প্রতিনিধি)

কুমিল্লার হোমনা থানার পুলিশ আট মাস আগে দুই ডাকাতসহ ৭টি বোমা উদ্ধার করে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধারকৃত বোমাগুলো বৃহস্পতিবার ধ্বংস করেছে। হোমনা পৌরসভা সংলগ্ন বালুর মাঠে বোমাগুলো ধ্বংস করা হয়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে উঠে। মুহূর্তের মধ্যে পথচারীদের চলাচল থমকে যায়। বোমা নিষ্ক্রিয় করার সময় সেনাবাহিনীর সঙ্গে হোমনা থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী নাজমুল হক জানান, গত বছরের নভেম্বর মাসে পুলিশ দুই ডাকাতসহ ৭টি বোমা উদ্ধার করেছিল। ডাকাত দল উপজেলার শ্রীমদ্দি এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার পুলিশ অভিযানে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছিল। ঘটনাস্থল থেকে দুই ডাকাতসহ সাতটি বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণের একটি দল ওই বোমাগুলো ধ্বংস করে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘দেশের সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করা হবে’