নীলফামারীতে তিন জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৬

গ্রেফতার

নীলফামারীর ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন জামায়াত কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় জলঢাকা উপজেলা থেকে দুই জামায়াত কর্মী ও ডিমলা উপজেলা থেকে ১৫১ ধারায় এক জামায়াত কর্মীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, জলঢাকার কদমতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৭), আমরুল বাড়ী গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে নুরুন্নবী (৩৪) ও ডিমলা উপজেলায় আকাশকুড়ি গাছবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের মৃত নিরউদ্দিনের ছেলে সফিউদ্দিন হক (৫৬)।’

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম  জানান, গ্রেফতারকৃত  ২৬ আসামির মধ্যে মাদক মামলায় ২ জন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় ৯ জন, সিআর মামলায় ৩ জন, ১৫১ ধারায় একজন ও অন্যান্য মামলার আসামি রয়েছে ১০ জন।

শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এএইচ/