‘বিশ্বের কাছে আধুনিক বাংলাদেশের পরিচয় দিতে পেরেছি’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে গত সাড়ে আট বছরে বিশ্বের কাছে একটি আধুনিক বাংলাদেশের পরিচয় দিতে পেরেছি। ২০২১ সালের মধ্যে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।’
শনিবার (২৯ জুলাই) দুপুরে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকতা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তাফা বাদল প্রমুখ।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রবীন্দ্র কাচারি বাড়ি ঘুরে দেখেন।

/এসএমএ/