দূর্গাপুরে আ’লীগ-বিএনপি সংর্ঘষে এএসপিসহ আহত ৭

নেত্রকোনানেত্রকোনার দূর্গাপুরে বিএনপির সদস্য সংগ্রহের অভিযানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৭ জন্য আহত হয়েছেন। তাদের মধ্যে দূর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ শিবলী সাদিক,এসআই রফিক, বিএনপির সদস্য ইউসুফ ও মঞ্জুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়াসহ সাতজনকে  আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলার বাগিছাপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযান চলাকালে স্থানীয় আওয়ামী লীগ বাধা দেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় দলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এএসপি ছাড়াও উভয়পক্ষের ৭ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘খবর পেয়ে এএসপি শিবলী সাদিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এএসপি ইট-পাটকেলের আঘাতে আহত হন। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এএম