দুষ্টুমি করায় চার বছর বয়সী ভাতিজাকে হত্যা

বরিশালচার বছরের দুরন্ত শিশু আলামিন। খেলা আর দুষ্টুমিতেই মেতে থাকত সব সময়। চাচি আলমতাজ বেগমের বাসায় গিয়েও দুষ্টুমি করছিল শিশুটি। বারবার নিষেধ করা সত্ত্বেও থামছিল না তার দুরন্তপনা। এতে ক্ষিপ্ত হয়ে আলামিনকে চড় মারেন আলমতাজ বেগম। চড় খেয়ে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে মারা যায় অবুঝ শিশুটি। পরে ভীত হয়ে আলামিনের মরদেহ শোয়ার ঘরে খাটের নিচে লাকড়ির আড়ালে লুকিয়ে রাখেন আলমতাজ বেগম। গত সোমবার (৭ আগস্ট) বরিশাল নগরীর পলাশপুরে এ ঘটনা ঘটে।

বুধবার (০৯ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন আলমতাজ বেগম। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বরিশাল কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম জানান, ওই ঘটনায় নিহতের বাবা সুজন হাওলাদার মামলা করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করার পর আসামি আলমতাজ বেগমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য বুধবার আদালতে তোলা হয়।

গত সোমবার বরিশাল নগরীর পলাশপুর এলাকার ১নং গুচ্ছগ্রাম এলাকার সুজন হাওলাদারের ছেলে আলামিন সকালে নাস্তা শেষে ঘরের বাইরে যায়। এরপর সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন দুপুরে আলামিনের চাচা সুমন হাওলাদারের ঘরে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন স্বজনরা। এ সময় ঘরের মেঝেতে রক্ত দেখে এর সূত্র খুঁজতে গিয়ে খাটের নিচে জ্বালানি কাঠের আড়ালে আলামিনের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং চাচিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

/এএম