না.গঞ্জের অনেক উন্নয়নে আমাদের ছোঁয়া আছে: এরশাদ

এরশাদনারায়ণগঞ্জের অনেক উন্নয়নে আমাদের ছোঁয়া লেগে আছে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে আমরা নারায়ণগঞ্জ ও নরসিংদীকে জেলা করেছিলাম। এপর থেকে নারায়ণগঞ্জের অনেক উন্নয়নও করেছি। যেখানে আমাদের হাতের ছোঁয়া লেগে আছে। আশা করি আপনারা আমাদের ভুলে যাননি। আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।’

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক সংসদ সদস্য প্রায়ত ডা. সাদাত আলী সিকদারের আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমার সৌভাগ্য সদ্য প্রয়াত ডা. সাদত আলী সিকদারের মতো একজন গুনী ব্যক্তির সান্নিধ্য পেয়েছি।’

এ সময় এরশাদ দলের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনকে আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বলেন, ‘আশা করছি আপনারা আগামীতে ভোট দিয়ে  তাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সভাপতি মোজাহিদুর রহমান হেলো সরকার, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল পারভেজ, সাবেক এমপি এমদাদুল হক ভুঁইয়া, জাতীয় পার্টির নেতা আলম সিকদার প্রমুখ।

/এসএনএইচ/