পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আদালত

পটুয়াখালীতে হত্যা মামলায় জালাল খন্দকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২০ মে পটুয়াখালীর বাউফলের তাতেরকাঠী গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে তহমিনা বেগমকে হত্যা করা হয়। পরের দিন রাজু মাস্টার বাড়ির দক্ষিণ পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন। আসামি পলাতক রয়েছে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কমল দত্ত এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শংকর লাল কর্মকার।

/এমএ/