যানজট নিরসনে যা যা করবে না.গঞ্জ জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসনের যৌথ সভানারায়ণগঞ্জ শহরে বাস টার্মিনালের ভেতরে গড়ে ওঠা অবৈধ গ্যারেজ উচ্ছেদ করা হবে। টার্মিনালের ভেতরে এলোমেলোভাবে বাস রাখার সুযোগ বন্ধ করে সেগুলোকে সারিবদ্ধভাবে রাখা হবে। টার্মিনালের ভেতর ট্রাক ও কভার্ড ভ্যান রাখা যাবে না। নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসনে এমনই কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগরীর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বাস মালিকদের এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত আজ শুক্রবার (১৮ আগস্ট) থেকেই কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, কেউ এসব সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে নগরীর যানজট নিরসনে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পুলিশ সুপার মঈনুল হক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশাম, বাস মালিক সমিতির নেতা শহীদুল্লাহ, নিতাইগঞ্জ সুগার অ্যান্ড ওয়েল ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা, আটা-ময়দা মিল মালিক সমিতির নেতা আবুল কাসেম প্রমুখ। বিআরটিএ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সভায়।
জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস এলোমেলোভাবে রাখা যাবে না। রাতে রাস্তায় বাস পার্কিং নিষিদ্ধ করা হয়েছে, দিনেও শুধু টার্মিনাল থেকে যাত্রী তুলে বাস ছেড়ে দিতে হবে। নিতাইগঞ্জে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোড-আনলোড বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য জরুরি প্রয়োজনে প্রশাসনের অনুমতি নিয়ে সকাল ৯টার পর শহরে ঢুকবে এবং পণ্য খালাস করে দ্রুত চলে যাবে। কেন্দ্রীয় বাস টার্মিনালে ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ উচ্ছেদ করে সেসব জায়গায় খালি বাস রাখা হবে, টার্মিনালের ভেতরে কভার্ড ভ্যান ও ট্রাক রাখা যাবে না। এছাড়া, পঞ্চবটি ট্রাক টার্মিনালে অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধারে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের টিম সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
জেলা প্রশাসক আরও জানান, বাস টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনার পর নগরীর চাষাঢ়া এলাকার যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বছরের মধ্যেই নগরীরর ৮৫ শতাংশ যানজট নিরসনের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-

সুন্দরবনে হাতের নাগালেই মাছ শিকারের বিষ

'বাবা ফেসবুক থেকে আমার আঁকা বঙ্গবন্ধুর সেই ছবিটি সরিয়ে ফেলেছিলেন'

/টিআর/