জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মুক্তিযোদ্ধার মৃত্যু

মাগুরামাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাই-ভাতিজার হামলায় এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম ওয়াজেদ বিশ্বাস। ১৬ আগস্ট রাতে তার ওপর এ হামলা হয়। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগস্ট) ভোরে তিনি মারা যান।  

নিহতের ছেলে তাজুল বিশ্বাসের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান,জমিজমা নিয়ে বিরোধের জেরে ১৬ আগস্ট রাতে ওয়াজেদ বিশ্বাসের ওপর হামলা চালায় তার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কওসার বিশ্বাস। এতে তিনি মাথায় অঘাত পান। আহত অবস্থায় তাকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৩টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পরীক্ষিত বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে।

শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় পুলিশ রায়হান বিশ্বাস ও কাওছারকে আটক করে।

/এসটি/