‘১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিনামূল্যে সেবা দিচ্ছে সরকার’

গাজীপুরে এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সরকার জঙ্গি দমন করেছে। দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে জনগণকে সেবা দিচ্ছে।’

শনিবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর তেতুঁইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দিনব্যাপী বিনামূল্যের চোখের ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বন্যা পরিস্থিতি নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গত এলাকাগুলোতে ইতোমধ্যে আমাদের মন্ত্রী-এমপি-নেতারা কাজ করছেন। এসব এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গত এলকাগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগও।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মেজর জেনারেল (অব:) আব্দুল হাফিজ মল্লিক, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, গাজীপুর সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক, হাসপাতালের সিইও জাইতুন বিনতি সুলাইমান, প্রফেসর গোলাম মোস্তফা প্রমুখ।

/এমএ/