হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 

হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন (ছবি-প্রতিনিধি)

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ‘গণ কমিটি’ নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা।

হাতীবান্ধা উপজেলার মেডিক্যাল মোড় এলাকায় শনিবার (১৯ আগস্ট) সকালে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন তিস্তা নদী ভাঙনের শিকার অনেক মানুষ। তারা জানান, প্রতিবছর ভয়াবহ বন্যা এবং ভাঙন থেকে এলাকাকে রক্ষা করতে তিস্তা নদীর বাম তীরে একটি বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা ব্যারাজের ভাটি থেকে লালমনিরহাট রেলওয়ে তিস্তা সড়ক সেতু পর্যন্ত বাম তীরে অবিলম্বে একটি বাঁধ নিমার্ণের দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক, প্রকৌশলী শাহজাদ ফেরদৌস, অ্যাডভোকেট নাসিরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুমন, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, যুবদল নেতা হাসানুজ্জামান ও যুবলীগ নেতা সেলিম।

/এএইচ/