X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

২ কোটি টাকার চাল আত্মসাতের পর অবসরের আগে লাপাত্তা সরকারি কর্মকর্তা

দিনাজপুর প্রতিনিধি
০৭ মে ২০২৪, ২০:১১আপডেট : ০৭ মে ২০২৪, ২০:১১

দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্য গুদামের পৌনে দুই কোটি টাকার চাল ও বস্তা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমসহ তিন জনের নামে ঘোড়াঘাট থানায় এজাহার দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা। 

মঙ্গলবার (৭ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল বাদী হয়ে এজাহারটি করেন। অভিযুক্ত আনোয়ারা বেগম পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের আব্দুল মতিন মন্ডলের স্ত্রী ও উপজেলার ডুগডুগি এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নারী লাপাত্তা।

ইতিমধ্যেই এই ঘটনায় জেলা খাদ্য অফিস কর্তৃক গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও বস্তা বিক্রির সত্যতা পেয়েছেন। 
জানা গেছে, পাঁচ বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ারা বেগম। আর দুই মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। গত ১৫ এপ্রিল ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল ডুগডুগি এলএসডি গুদাম পরিদর্শনে যান। এ সময় গুদামের চাল ও বস্তা সংকট দেখতে পান এবং বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান।

এর মধ্যে খাদ্য গুদামের হিসাব দেওয়ার জন্য একাধিকবার আনোয়ারা বেগমকে বলা হলেও তিনি হিসাব না দিয়ে গত ২৫ এপ্রিল গুদামের চাবি নিয়ে চলে যান। পরে একাধিকবার তার মোবাইলে যোগাযোগ ও বাড়িতে নোটিশ পাঠিয়েও তাকে আর পাওয়া যায়নি।

এই ঘটনায় জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মহন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপস্থিতিতে ডুগডুগি এলএসডি গুদামের তালা ভেঙে চালের বস্তার গণনা শুরু করেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির একটি দায়িত্বশীল সূত্র জানান, ৬ মে গোডাউনের দুটি কক্ষে থাকা চালের সর্বশেষ হিসেব নিরূপণ করে তদন্ত কমিটি। হিসেব মতে, ডুগডুগি এলএসডি গুদামে মোট ৩১ হাজার ৫৮৪টি বস্তায় ১০৬৪ দশমিক ১৫৫ মেট্রিক টন চাল মজুত থাকার কথা। কিন্তু তদন্তকালে ২১ হাজার ৫১৮টি বস্তায় ৭৪৫ দশমিক ১৪ মেট্রিক টন চাল মজুত পাওয়া যায়। ১০ হাজার ৬৬টি বস্তা চাল যার পরিমাণ ৩১৯ দশমিক ১৪১ মেট্রিক টন গোডাউনে পাওয়া যায়নি। প্রতি মেট্রিক টন ৫২ হাজার ৪৭২ দশমিক ৯১৮ টাকা হিসেবে যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ২৫৯ টাকা ৫২ পয়সা। এ ছাড়াও ৫০ কেজি ওজনের চার হাজার ২৭৮টি খালি বস্তার হদিস পাওয়া যায়নি। প্রতিটি বস্তা ৯০ টাকা হিসেবে যার বাজার মূল্য তিন লাখ ৮৫ হাজার ২০ টাকা। চাল ও বস্তার আত্মসাৎকৃত অর্থের পরিমাণ এক কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা ৫২ পয়সা।

ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল বলেন, গত ১৫ এপ্রিল ডুগডুগি এলএসডি গোডাউনে পাক্ষিক পরিদর্শনে গিয়ে দেখতে পাই, চাল ও খালি বস্তা কম রয়েছে। অথচ ৩১ মার্চ তারিখের পরিদর্শনকালেও সেই হিসাব ঠিক ছিল। গোডাউনে চাল ও বস্তার সংকটের কথা জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানালে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি তদন্ত করে বিপুল পরিমাণ চাল ও খালি বস্তা কম থাকার সত্যতা পায়। এ বিষয়ে আনোয়ারা বেগমসহ তিন জনের নামে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ