গরু চুরির অভিযোগে কাপাসিয়ায় ২ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরগাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাভার্ড ভ্যানে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল পাঁচটার দিকে উপজেলার বড়সিট ভুঁইয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে আলম (৩৮) ও তার সঙ্গে থাকা আবুল কালাম (৩৫)। আহত হয়েছেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইমামবাড়ী এলাকার রজব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক মোকসেদ (৩৮)।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, পার্শবর্তী কালীগঞ্জ উপজেলা থেকে বিকাল পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে কাপাসিয়ার ভূঁইয়াবাড়ী বড়সিট এলাকা দিয়ে যাচ্ছিলো। আঁকাবাঁকা সড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানটি ভুঁইয়াবাড়ী সংলগ্ন সড়ক থেকে ধান ক্ষেতে উল্টে পড়ে। এসময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা গরু গোঙাতে শুরু করে। এলাকাবাসী ছুটে গিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে গরু উদ্ধার করে। পরে কাভার্ডভ্যান চালক ও দুই গরু চোরকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে পিটিয়ে জখম ও অচেতন করে স্থানীয়রা। 

উদ্ধার করা গরুকাপাসিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, ‘গণপিটুনির খবর পেয়ে আহত তিন জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গরু উদ্ধার করে কাপাসিয়া থানায় রাখা হয়েছে। গরু মালিকের খোঁজ পাওয়া যায়নি। কাভার্ডভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান জামিল কল্লোল জানান, দু’জনকে মৃত অবস্থায় কমপ্লেক্সে আনা হয়েছে। অন্য জন আহত মো. মোকসেদ (৩৮) গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

/এসএমএ/