আত্মসমর্পণ করা বনদস্যুরা পাবেন জনপ্রতি ১ লাখ টাকা

বনদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণ (ফাইল ফটো)সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুদের জনপ্রতি এক লাখ টাকা করে দেওয়া হবে। আগামী বুধবার (২৩ আগস্ট) বাগেরহাট স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বনদস্যুদের হাতে এই চেক তুলে দেবেন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খুলনা র‌্যাব-৬ এর পরিচালক (সিও) খোন্দকার রফিকুল ইসলাম এই তথ্য জানান।
র‌্যাব কর্মকর্তা খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আত্মসমর্পণ করা বনদস্যুদের এই অর্থ দেওয়া হবে। চেক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে এ পর্যন্ত ১২টি ধাপে একশ ৩২ জন বনদস্যু আত্মসর্মপণ করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-৬ এর সিও জানান, আত্মসমর্পণ করা এসব বনদস্যুদের এতদিন নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। র‌্যাবের অভিযানের কারণে সুন্দরবনের দস্যুর সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা এখনও আছে তাদের সেরকম দস্যুতার সক্ষমতা নেই। এসব দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

/এসএমএ/