বিচার বিভাগকে আ. লীগ প্রশ্নবিদ্ধ করছে: আব্দুল্লাহ আল নোমান

জামালপুর জেলার ইসলামপুরে বন্যার্তদের মাঝে বিএনপি নেতাদের ত্রাণ বিতরণবিচার বিভাগকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘যে বিচার বিভাগকে স্বাধীন নিরপেক্ষ থাকতে হবে, সেই বিচার বিভাগকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করছে।’ বুধবার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর জেলার ইসলামপুরের পার্থশীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) কাছে কোনও মানুষ এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানও নিরাপদ নয়। নিরাপদ তখনই হবে, যখন মানুষের ভোটাধিকার থাকবে। ভোটাধিকার থাকলে আমরা যারা রাজনীতি করি, তাদের এই জনগণের কাছেই আসতে হবে।’ জনগণের কাছে জবাবদিহিতার সুযোগ হরণ করে আওয়ামী লীগ যা খুশি তাই করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

ত্রাণ বিতরণকালে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ হোসেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল আউয়াল, সেলিমুজ্জামান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রিতা খানম ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা মাহবুব। জামালপুর শহর এবং ইসলামপুরের পার্থশী ও গুঠাইলে বন্যার্তদের মাঝে  ত্রাণ বিতরণ করেন এই নেতারা।