রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

ঝালকাঠিঝালকাঠিতে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে বিএনপি’র কেন্দ্র ঘোষিত মানববন্ধন করতে দেয়নি পুলিশ। রবিবার সকালে ঝালকাঠি ফায়ার মোড়স্থ বিএনপি’র জেলা কার্যালয়ের সামনে পুলিশ এই মানববন্ধন পণ্ড করে দেয়। জেলা বিএনপি’র নেতারা জানান, পুলিশ বিনা কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে-এমন অজুহাতে কর্মসূচি পালন করতে দেয়নি।

মানববন্ধন করতে না পেরে উপস্থিত বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে এমন একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যাবে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুর, জেলা কৃষক দলের সভাপতি মো. রুস্তুম আলী চাষি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপি সভাপতি এলিন সরদার, সহ-সভাপতি হুমায়ুন খন্দকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নাসিমসুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রাহমান, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া তালুকাদর ও সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হাওলাদার।