কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

Kushtia Poribohonকুষ্টিয়ায় তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে  অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (১৭সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জেলার সব রুটে একযোগে এ ধর্মঘট শুরু হয়। জেলার পরিহবন মালিক সংগঠনগুলোও এ ধর্মঘটে সমর্থন জানিয়েছেন। ফলে কুষ্টিয়া থেকে কোনও রুটে বাস ও ট্রাক ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাসের চালক সোহেল রানা (৩২), সুপারভাইজার ঠান্টু (৩৬) ও হেলপার সাগরকে (২২) আটক করে। শনিবার সকালে কুষ্টিয়ার র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দেয় পরিহন সংগঠনগুলো।

আরও পড়ুন:
‘অযোগ্য’ নওয়াজের শূন্যস্থান পূরণে চলছে ভোটগ্রহণ
রাখাইনে প্রবেশাধিকার চায় কানাডা
পদ্মায় নয়, সাগরে মিলছে ইলিশ