বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ৯ হাজার

রোহিঙ্গা নারী-পুরুষমিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ ৯ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। ইউএনএইচসিআর’র কক্সবাজার অফিসের মুখপাত্র যোসেফ রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

যোসেফ জানান, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ৯ হাজার পৌঁছেছে। সীমান্তে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গার স্রোত এখনও অব্যাহত রয়েছে। এই স্রোত অব্যাহত থাকলে আগামীতে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের কাছাকাছি চলে যাবে।

চলতি বছরের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ২৯টি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে।