চট্টগ্রামে অপহৃত শিক্ষক ফেনীতে উদ্ধার, গ্রেফতার ২

অপহৃত শিক্ষক শরীফ চৌধুরী

অপহরণের দুই দিন পর চট্টগ্রাম নগরীর কাজেম আলী হাইস্কুলের সিনিয়র শিক্ষক শরীফ চৌধুরীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফেনি জেলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই অপহরণকারী হল- হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার আলী আজগর চৌধুরীর ছেলে জাহাঙ্গীর আলম নওশাদ (৩৯) ও একই উপজেলার ফতেহপুর এলাকার মো. মুছার ছেলে মো. রুবেল (২৫)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার নগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকার বাদশা হাজেরা মঞ্জিলের দ্বিতীয় তলার নিজ বাসা থেকে শিক্ষক শরীফ অপহৃত হন। পরে তার পরিবারের কাছে ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।’

পুলিশের মাঝে দুই অপহরণকারী

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর শনিবার হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ ও রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী জেলায় অভিযান চালিয়ে আজ (রবিবার) শিক্ষক শরীফ চৌধুরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার দুই অপহরণকারীর বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’