‘রোহিঙ্গাদের জন্য রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন করতে হবে’

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন তৈরি করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ দাবি জানান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘রোহিঙ্গাদের জন্য আরাকান (রাখাইন) রাজ্যে জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে সেফ জোন গড়ে তুলতে হবে। এরপর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সেখানে ফিরে যাবে।’

এসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, কাজি ফিরোজ রশিদ এমপি, মাহজামিন মোর্শেদসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।