আগুনে পোড়া সেই রোহিঙ্গা শিশুর মৃত্যু

 

চমেক

আগুনে পুড়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ২৫ দিন বয়সী সেই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। নিহত শিশুটির নাম সাইফুল আরমান। তার পিতার নাম সৈয়দ নুর।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, 'হাসপাতালে ভর্তি হওয়া ২৫দিন বয়সী ওই শিশু মারা গেছে। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আগুনে পুড়ে যাওয়ায় তার রক্তে ইনফেকশন হয়, যার ফলে তার মৃত্যু হয়েছে।'

গত ১৪ সেপ্টেম্বর রাতে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

ওই দিন শিশুটির বাবা সৈয়দ নূর জানিয়েছিলেন,  ১৪ সেপ্টেম্বর সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ঘরে আগুন দেয় সেদেশের সেনাবাহিনী। ওই অাগুনে তার ছেলের শরীর পুড়ে যায়। পরে শিশুটিকে নিয়ে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তার ছেলেকে কুতুপালং কমিউনিটি ক্লিনিকে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনা হয়।