বিএনপি ত্রাণ দিতে আসেনি, ইস্যু খুঁজতে এসেছে: ওবায়দুল কাদের

 

ওবায়দুল কাদের (ফাইল ছবি)এখন শুধু প্রেস ব্রিফিং ও বসে বসে সরকারের বিরুদ্ধে পুরনো মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো ছাড়া বিএনপির আর কোনও রাজনীতি এই মুর্হুতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা এখানে (রোহিঙ্গা ক্যাম্পে)  ত্রাণ দিতে আসেনি, তারা এখানে ইস্যু খুঁজতে এসেছে। তাদের সুপ্রিম কোটের ইস্যু মার খেয়েছে। এখন তারা রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগোতে চেয়েছে। সেটাও আকাশে উড়ানো ফানুসের মতো উড়ে চলে গেছে। এখানেও তারা ব্যর্থ।’

রবিবার (২৪ সেপ্টেম্বর)  বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও স্যানিটেশন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেই সরকার সঙ্গে আলোচনায় বসছে না।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, আব্দু রহমান, সুজিত রায় নন্দী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিুবুর রহমান, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।