আদালত চত্বরে ধূমপানের দায়ে ছয় জনকে জরিমানা

 

নীলফামারীনীলফামারীতে আদালত চত্বরে প্রকাশ্যে ধূমপানের দায়ে ছয় জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাবরী জালাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিনশ’ টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

নীলফামারী কোর্টের সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজ্জাকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদালত চত্বরে ঘোরাঘুরির সময় তারা প্রকাশ্যে ধূমপান করা অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাদের কোট চত্বর থেকে আটক করা হয়।

আটকরা হলো নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের চড়াইখোলা গ্রামের ইদ্রিস আলী (৪৭) ও জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের মকছেদ আলী (৩০), শফিকুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪৫), সিরাজুল ইসলাম (৫০) ও মজিদুল ইসলাম (৪৮)।