২১ সরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ে কাইজেন সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে কাইজেন সম্মেলনপঞ্চগড় জেলার সরকারি ২১টি দফতরের কর্মকর্তাদের নিয়ে ‘সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী কাইজেন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন পঞ্চগড় ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এই সম্মেলনের আয়োজন করে।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. জাকির হোসেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সরকারের ২১টি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবার নমুনা কাইজেন কর্মসূচি উপস্থাপন করেন।