ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২১ জেলেকে দণ্ড

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে শরীয়তপুরের নড়িয়ায় ২১ জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পদ্মা নদী থেকে এসব জেলেকে আটক করা হয়। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়িয়া উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মা-ইলিশ শিকার বন্ধের জন্য শুক্রবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২১ জেলেকে আটক করা হয়। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন ১৯ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন এবং দুই জনকে আট হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।