X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৪, ২২:২২আপডেট : ১৫ মে ২০২৪, ২২:২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে টাকা বিতরণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ভিডিওটিতে দেখা গেছে, শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু মিয়া একটি ব্যাগের ভেতর থেকে টাকার বাল্ডেল বের করে বিতরণ করছেন। বেশ কয়েকজন সে টাকা গ্রহণ করছেন। অন্ধকার এলাকায় মোবাইলের আলো জ্বালিয়ে টাকা বিতরণ করা হচ্ছিল।

স্থানীয়দের দাবি, দিপু উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহাবুবউল্লাহ কিসমতের (দোয়াত কলম প্রতীক) সমর্থক।

ষোলঘর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা সাইদুল মুন্সীর অভিযোগ, প্রতীক পাওয়ার পর রাতের বেলায় ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে দোয়াত কলম কর্মী সমর্থক দিপু মিয়া ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভোটারদের আইডি কার্ড নিয়ে ৩১ ভোটারের মাঝে টাকা বিতরণ করেন। এ সময় আমার প্রতিবেশী জনি টাকার বিতরণের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার কর্মী-সমর্থকরা মারধর করে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেন, আমার ধান কাটা ও মাটি কাটা শ্রমিকদের মধ্যে তাদের মজুরি বিতরণ করছিলাম। নির্বাচনে আমি কোনও চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নই। আমি একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থক।

এ বিষয়ে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী মাহাবুবউল্লাহ কিসমতকে (দোয়াত কলম প্রতীক) কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাকে মেসেজ করা হলেও কোনও উত্তর দেননি।

তবে, আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মামুনের অভিযোগ, শুনতে পাচ্ছি, নির্বাচনে অনেক কালো টাকা ছড়ানো হচ্ছে। গতরাতে উনি (দিপু) টাকা বিতরণ করেছেন বলে শুনেছি। কিন্তু আমাদের কাছে কোনও প্রমাণ না থাকায় অভিযোগ করতে পারছি না।

শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দীন শিকদার বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেবো। এ ছাড়া হাতেনাতে ধরতে পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হুসেইন বলেন, বিষয়টি জানা নেই। খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
প্রহসনের নির্বাচনের অভিযোগস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট