লালমনিরহাটে সরওয়ার-তামিম গ্রুপের আরও এক জঙ্গি গ্রেফতার

গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সরওয়ার-তামিম গ্রুপের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার দইখোয়া মোড় এলাকা থেকে মো. মেহেদী হাসান মিশন (২২) নামের এই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

মেহেদী হাসান মিশন হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ইউনিয়নের চাতাল ব্যবসায়ী মো. দুলাল হোসেনের ছেলে। সে হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় জেলা ডিবি পুলিশ মেহেদী হাসান মিশনকে গ্রেফতার করে। ২৯ আগস্ট হাতীবান্ধায় থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (মামলা নম্বর- ৩৪) দায়ের করে। এই মামলায় মেহেদী হাসান মিশনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সূত্র আরও জানায়, ২৯ আগস্ট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙা এলাকার নিজ বাড়ি থেকে নব্য জেএমবি’র সরওয়ার-তামিম গ্রুপের আইটি সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে রাকিবকে (২৬) গ্রেফতার করা হয়। ৪ অক্টোবর একই মামলায় হাতীবান্ধা উপজেলার পূর্বসির্ন্দুনা এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলার দ্বিতীয় আসামি নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। আর আজ গ্রেফতার করা হলো মিশনকে। এ নিয়ে এই মামলায় তিন জনকে গ্রেফতার করা হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম বলেন, ‘মেহেদী হাসান মিশনকে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে লালমনিরহাট সদরে নিয়ে আসা হয়েছে। ২৯ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার ৪নং আসামি মিশন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।’

পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।’