ঈশ্বরদীতে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

র‌্যাব-২পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. রুহুল আমিন।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলিসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব-১আটক দুই অস্ত্র ব্যবসায়ী হলো- ঈশ্বরদী উপজেলার মধ্য অরনকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩৫) এবং পূর্বটেংরী গ্রামের মফিকুল ইসলাম ওরফে মুকুল (৪২)।

মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পাবনার ঈশ্বরদীতে অভিযান চালায়। অভিযানে প্রথমে ঈশ্বরদীর মধ্য অরনকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

র‌্যাব-৩পরে জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদী শহরের আরজু মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মফিকুল ইসলাম ওরফে মুকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগাজিন, তিন বোতল বিদেশি মদ, ১৫ পিস ইয়াবা, একটি টুলবক্স ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক দুইজন চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বেশকিছু হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:
কর্মকর্তারা পান উপহার, টাকার বিনিময়ে মেলে ইলিশ শিকারের অনুমতি!
‘টিফিনের সময় পেট ভইরা কলের পানি খাই’