মাদকের মামলায় চট্টগ্রামে দুই জনের দণ্ড

চট্টগ্রামমাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন আব্দুস শুক্কুর (৪৪) ও নাহার বেগম (২৮)। তারা দু’জনেই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিদের মধ্যে শুক্কুরকে আট বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং নাহারকে সাত বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামিদের মধ্যে আব্দুস শুক্কুর কারাগারে রয়েছেন। অপর আসামি নাহার বর্তমানে পলাতক রয়েছেন।’

আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ জুলাই কর্ণফুলী নদীর বিমানবন্দর সড়কের ১৫ নম্বর জেটি এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ২২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করে। ওই দিন তল্লাশির সময় পুলিশ শুক্কুরের কোমরে টেপ দিয়ে বাঁধা অবস্থায় ১৪ হাজার ২০০ পিস ইয়াবা পায়। অন্যদিকে নাহার বেগমের ব্যাগে ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. ইব্রাহিম খান থানায় মামলা দায়ের করেন। গত বছরের ৩০ আগস্ট ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ১১ জানুয়ারি আদালত এই মামলায় অভিযোগ গঠন করে। ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।