হাবিপ্রবিতে দুই হাজার আসনের বিপরীতে আবেদন এক লাখ দেড় হাজার

হাবিপ্রবিদিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষে এক হাজার ৯৯৫টি আসনে বিপরীতে আবেদন করেছেন এক লাখ এক হাজার ৬২৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ৫১ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক ড. শ্রীপতি শিকদার বলেন, ‘আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘‘অনার্স প্রথমবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া রবিবার শেষ হয়েছে। স্নাতক পর্যায়ে সাতটি ইউনিটের এক হাজার ৯৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন এক লাখ এক হাজার ৬২৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ২১ হাজার ৮০৭ জন, ‘বি’ ইউনিটে ১৯ হাজার ১৯৪ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৬৪৯ জন, ‘ডি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৮ জন, ‘ই’ ইউনিটে এক হাজার ৬৫৭ জন, ‘এফ’ ইউনিটে ১০ হাজার ৮১৪ জন, ‘জি’ ইউনিটে ১৮ হাজার ৬৪ জন আবেদন করেছেন।’’

উল্লেখ্য, যারা আবেদন করেও আবেদন ফি জমা দিতে পারেননি তারা ১৮ অক্টোবরের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হাবিপ্রবি’র ওয়েবসাইটে  পাওয়া যাবে।

আরও পড়ুন:
অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!
অ্যাকর্ড’কে আর কতদিন সঙ্গে রাখবে বিজিএমইএ?

সকাল ৬টার মধ্যে বর্জ্য অপসারণ: প্রস্তুত নয় দুই সিটি করপোরেশন