বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে: জেলা প্রশাসক

বান্দরবানবিশ্বব্যাপী বান্দরবান পর্যটন জেলা হিসেবে ইতোমধ্যে  পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। তিনি বলেন, ‘বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে।’ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত  এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ‘বান্দরবানের মেঘলা, নীলাচল ও চিম্বুকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রকে আরও আধুনিকায়ন করা হয়েছে।’ এছাড়া নীলদিগন্ত নামে আরও একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ, মাকসুদ চৌধুরী, মো. শফিউল আলম ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আলীনুর খান প্রমুখ।