ইলিশ শিকার: বরিশালে নৌ পুলিশের অভিযানে ১৮ জেলে আটক

বরিশালে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলে আটক

ইলিশ শিকারের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল সদর নৌ পুলিশ ও জেলা মৎস্য বিভাগ যৌথভাবে বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালায়। এসময় দুই মন জাটকাসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জাটকা ইলিশগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

আটককৃত জেলেদের অনেকে জানান, ১৮ দিন ধরে ইলশ শিকার না করলেও তারা কোনও সরকারি সাহায্য পাননি। জেল-জরিমানার কথা জেনেও পরিবারের খাবার সংগ্রহ করতে ও দাদনের টাকা পরিশোধ করার জন্য বাধ্য হয়ে নদীতে নামতে হয়েছে।