ডিবি পুলিশ পরিচয়ে কৃষকের আড়াই লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই কৃষককে অপহরণ করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল চারটার দিকে সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতিমা গাদুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’

ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, ‘আমাদের নামে মামলা রয়েছে বলে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোতে উঠিয়ে নেওয়া হয়। পরে আমাদের হাতে হাতকড়া পড়িয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় আমার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। রাতে রাজেন্দ্রপুর এলাকার একটি জঙ্গলে আমাদের ফেলে রেখে যাওয়া হয়।’

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বোয়ালী গ্রামের আবদুল মান্নান (৪০) ও মোতালেব মিয়া (৬০) নামের দুই কৃষক ব্র্যাক ব্যাংক নলুয়া শাখা থেকে আড়াই লাখ টাকা ঋণের চেক গ্রহণ করেন। ঋণের চেক দিয়ে অগ্রণী ব্যাংক সখীপুর শাখা থেকে টাকা তুলে ওই দুই কৃষক সিএনজিতে করে বাড়ির দিকে রওনা হন। এসময় ঢাকা-সখীপুর সড়কের শোলাপ্রতিমা গাদুর স্টেশন এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজিটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের উঠিয়ে নেয়। এ সময় অপহরণকারীদের গায়ে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি ও লাঠি ছিল বলেও জানিয়েছেন তারা।